স্মার্টকার্ড না থাকলেও মেট্রোয় টিকিট কাটতে এবার থেকে আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। APP এর মাধ্যমেই টিকিট কেটে মেট্রো চড়া যাবে। সৌজন্যে ‘মেট্রো রাইড কোল’। এই অ্যাপের মাধ্যমে টিকিট কেটে কিউ আর কোড স্ক্যান করেই মেট্রোয় যাতায়াত করা যাবে। যদিও বর্তমানে শুধুমাত্র ইস্ট-ওয়েস্ট মেট্রোয়তেই মিলবে এই সুবিধা। আগামী এক মাসের মধ্যে অন্য রুটেও এই সুবিধা মিলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ স্টেশনে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার এবং স্টেস্ট ব্যাঙ্কের অধকিরিকদের উপস্থিতিতে এই আধুনিক পরিষেবার ট্রায়াল শুরু হয়। রবিবার থেকেই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন যাত্রীরা।
অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হবে। টিকিট কাটলেই মিলবে একটি কিউ আর কোড। কার্ড পাঞ্চ করে ঢোকার মুখেই থাকবে কোড স্ক্যানার। যাত্রীরা মোবাইল ব্যবহার করে সেই কোড স্ক্যান করেই ভেতর প্রবেশ করতে পারবেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর আওতায় যে ৬ টি স্টেশন রয়েছে সেখানেই এখন এই সুবিধা মিলবে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই স্টেশনে স্টেশনে এই সংক্রান্ত পোস্টার লাগানো হয়েছে। জানা গিয়েছে, অ্যাপের পেমেন্ট সংক্রান্ত ব্যবস্থাটি পরিচালনা করবে স্টেস্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
Comments are closed.