শুক্রবার হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর সিবিআই। সূত্রের খবর, ইতিমধ্যেই তন্তের জন্য সিবিআই টিম গঠনের প্রক্রিয়া শুরু করেছে। জানা গিয়েছে, শুক্রবার রাতে অথবা শনিবার সকাল থেকেই সম্পূর্ণভাবে তদন্তভার হাতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শুক্রবার হাইকোর্টের নির্দেশের পরে সেই নির্দেশপত্র দিল্লিতে সিবিআই হেডকোয়ার্টারে পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, কলকাতা এবং দিল্লির বেশ কয়েকজন অফিসারকে নিয়ে তদন্তের জন্য দল গঠন করছে সিবিআই। একজন জয়েন্ট ডিরেক্টর, এসপি এবং ডিএসপি পদমর্যাদার অফিসার নিয়ে তদন্তকারী দল গঠন করা হবে। শুক্রবার রাতে অথবা শনিবার সকালেই রামপুরহাট যাবে তদন্তকারী দল। রামপুরহাট থানায় সিটের সদস্যদের সঙ্গে কথা বলে, এতদিন পর্যন্ত এই ঘটনায় তারা যে তদন্ত করছে সেই কেস ডায়েরি হাতে নেবে। সেই সঙ্গে সিবিআই ফের নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত করবেন বলে খবর।
বগটুই হত্যাকাণ্ডে প্রধান বিচারপতির নেতৃত্বে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ঘটনায় সিট আর কোনও তদন্ত করতে পারবে না। ঘটনায় ২৩ জন ধৃতকে সিবিআইয়ের হাতে তুলে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।
Comments are closed.