মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ফুরফুরা শরীফ স্পেশাল বাস সার্ভিস শুরু হচ্ছে। ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত চালু থাকবে এই স্পেশাল বাস উৎসব। আগামী ৫ তারিখ থেকে হুগলির ফুরফুরা দরবার শরীফে শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র এক ধর্মীয়সভা। এই উপলক্ষ্যে চালু হচ্ছে বিশেষ বাস পরিষেবা।
বুধবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা যৌথভাবে এই বাস পরিষেবা চালু করছে।
এসপ্ল্যানেড থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত ২৬ ট্রিপ থাকছে। বারাসাত থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত থাকছে ২০ ট্রিপ। ২৪ ট্রিপ বারুইপাড়া রেল স্টেশন থেকে ফুরফুরা শরীফ থাকছে।
আরামবাগ থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত থাকছে ১৮ ট্রিপ। ২৬ ট্রিপ ডানকুনি রেল স্টেশন থেকে ফুরফুরা শরীফ থাকছে। ২৮ ট্রিপ হরিপাল রেল স্টেশন থেকে ফুরফুরা শরীফ থাকছে।
২৪ ট্রিপ বড়গাছিয়া রেল স্টেশন থেকে ফুরফুরা শরীফ থাকবে। শ্রীরামপুর কোর্ট থেকে ফুরফুরা শরীফ স্পেশাল বাস সার্ভিস ২৪ ট্রিপ থাকবে।
Comments are closed.