সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে গঙ্গাসাগরের জল পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়, পবিত্র বারি গেল তারাপীঠে
কোভিড সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বিভিন্ন জেলায় গঙ্গাসাগরের জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। শুক্রবার তারাপীঠে পৌঁছে গেল গঙ্গাসাগরের জল।
রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে হাইকোর্টের শর্তসাপেক্ষে গঙ্গাসাগরে হচ্ছে মেলা। মেলায় আগত পুণ্যার্থীদের থাকতে হবে কোভিডের ডবল ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। তাই যেসব পুণ্যার্থীরা মেলায় আসতে পারবেন না, তাঁদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুক্রবার সকালে গঙ্গাসাগরের ১০০ লিটার জল ভর্তি বিশাল পিতল রংয়ের ফাইবারের একটি তাম্বুলকুন্ড যায় তারাপীঠ। গঙ্গাসাগর থেকে বিশেষ ট্রেনে এই জল যায়। রামপুরহাট মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট রণজিৎ হালদার পৌঁছে যান তারাপীঠ মন্দিরে। সেখানে মন্দির কমিটির হাতে তুলে দেওয়া হয় এই পবিত্র জল। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িতে বসে এই জল দিয়ে পুণ্যস্নান সেরে ফেলা যাবে। মা তারাকে এই পুণ্যস্নানের জল দিয়ে স্নান করানো হবে বলে জানান মন্দির কমিটি। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি মন্দিরের কর্মকর্তারা ও এলাকাবাসী।
Comments are closed.