শুক্রবার থেকে টানা তিন দিন বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। ২৫ মার্চ শুক্রবার রাত ১০ টা থেকে ২৯ মার্চ সকাল ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে এই শহরের ব্যস্ততম এই উড়ালপুল। এই উড়ালপুল কতটা ভার নিতে সক্ষম, তা দেখার জন্যই বন্ধ রাখার সিদ্ধন্ত নেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। এইচআরবিসি নামে এক সংস্থা এই উড়ালপুলের রক্ষণাবেক্ষণ করে।
কলকাতা পুলিশ জানিয়েছেন, শহরের অন্য ব্যস্ততম এই উড়ালপুল বন্ধ থাকার ফলে সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়েন তাই সপ্তাহান্তকেই বেছে নেওয়া হয়েছে। গাড়ি ঘুরপথে চালানোর সিদ্ধন্ত নেওয়া হয়েছে। ব্রিজের উত্তর ও দক্ষিণ দিক দিয়ে যে গাড়ি চলাচল করে তাকে গড়িয়াহাট রোড দিয়ে পাস করানো হবে। পূর্ব থেকে দক্ষিণগামী রুটের বাসগুলিকে দেশপ্রিয় পার্ক থেকে ডানদিকে ঘোরানো হবে। মাঝেরহাট সেতুর দুর্ঘটনার পর শহরের সমস্ত উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেয় সরকার। তাই স্বাস্থ্যপরীক্ষা করার জন্য বারবার শহরের একাধিল উড়ালপুল বন্ধ রাখা হয়। জানুয়ারি মাসে পার্ক স্ট্রিট উড়ালপুল বন্ধ করা হয়েছিল একই কারণে।
Comments are closed.