ফের দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের, এক ধাক্কায় ২৫০ টাকা বৃদ্ধি

মাসের প্রথম দিনেই এক ধাক্কায় ২৫০ টাকা বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম। দাম বৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম হল ২,৩৫১ টাকা। মুম্বই শহরে গ্যাসের দাম ২,৪০৬ টাকা।

বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয় হোটেল, রেস্তোরাঁয়। ফলে রেস্তোরাঁর খাবারের দাম বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।সাধারণত, প্রতি মাসের শুরুর দিন দাম বৃদ্ধি পায় গ্যাস সিলিন্ডারের। গত মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ১০৫ টাকা। এই দাম বৃদ্ধির পর বাণিজ্যিক ব্যবহারের এলপিজি সিলিন্ডারের দাম দুহাজার পেরিয়ে গিয়েছিল। ফের দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের।

রান্নার গ্যাসের দাম বেড়েছিল দিন কয়েক আগেই। মার্চে সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ে রান্নার গ্যাসের দাম।

Comments are closed.