অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল কলকাতার জি ডি বিড়লা স্কুল। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার রানিকুঠির ওই স্কুলে পড়ুয়ারা স্কুলে গিয়ে দেখতে পায় দরজা বন্ধ। বাইরে ঝোলানো রয়েছে নোটিস। সেখানে লেখা রয়েছে, আইনশৃঙ্খলা অবনতির কারণে বন্ধ করে দেওয়া হল স্কুল। স্কুলের ফি বাড়ানো নিয়ে গত কয়েকদিন ধরেই প্রতিবাদ দেখাচ্ছিলেন অভিভাবকরা। স্কুলের সামনে আন্দোলনও দেখিয়েছেন তাঁরা। অবশেষে বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হল স্কুল। নোটিসে জানানো হয়েছে, পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ রাখা হচ্ছে স্কুল। বন্ধ করে দেওয়া হয়েছে জিডি বিড়লার শাখা অশোক হল স্কুলও।
এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের দাবি স্কুল আলোচনায় বসুক। স্কুল বন্ধ করে দিলে ক্ষতি হবে পড়ুয়াদের। একসঙ্গে আগাম ফি জমা দিয়ে দিয়েছে যাঁরা। তাঁদের ক্লাস করতে দেওয়া হোক। দাবি অভিভাবকদের।
২০২০ সালে লকডাউন চলাকালীন অনলাইনে ক্লাস হত সব স্কুলে। অভিযোগ ছিল স্কুল খোলা থাকার সময়ে যে হারে ফি নেওয়া হত সেই ফিই নেওয়া হত অনলাইনে ক্লাসে। সেই সময় স্কুলের বেশ কিছু পড়ুয়ার ফি জমা দিতে পারেনি। স্কুল খোলার পর পড়ুয়ারা আসা শুরু করলে ফি বাকি থাকা পড়ুয়াদের ঢুকতে দেওয়া হয়নি স্কুলে। এই নিয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখায়। ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত। রাজ্যের কোনও বেসরকারি স্কুল কোনও পড়ুয়াদের উত্তীর্ণ হওয়া আটকাতে পারবে না। আটকে রাখা যাবে না মার্কশিটও। স্কুল ফি নিয়ে মামলার এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপরও নোটিস দিয়ে বন্ধ করে দেওয়া হল স্কুল। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলছে অভিভাবকরা।
Comments are closed.