মার্কিন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকারী পুলিশকর্মী ডেরেক চৌভিনের
সাড়ে ২২ বছর জেলের সাজা হল।
গত এপ্রিল মাসে অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্মী ডেরেককে দ্বিতীয়-ডিগ্রি অনিচ্ছাকৃত হত্যা, তৃতীয়-ডিগ্রি হত্যা এবং দ্বিতীয়-ডিগ্রি নরহত্যায় দোষী সাব্যস্ত করেন বিচারক। এরপর শুক্রবার তার সাজা ঘোষণা করলেন বিচারক পিটার কাহিল। এদিন সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জর্জ ফ্লয়েডের পরিবার ও পুলিশকর্মী ডেরেক চৌভিনের মা।
গত বছর আমেরিকার মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে মাটিতে ফেলে খুন করে পুলিশকর্মী ডেরেক চৌভিন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আমেরিকা-সহ গোটা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। বর্ণবিদ্বেষের আগুন জ্বলে ওঠে।
এরপর ক্ষমতায় আসেন জো বাইডেন। কয়েকদিন আগেই ফ্লয়েডের পরিবারের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেন তিনি। তাঁকে সুবিচারের আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরেই সাজা ঘোষণা হল ডেরেক চৌভিনের।
Comments are closed.