দার্জিলিং-এ ঢুকতেই কালো পতাকা দেখতে হল দিলীপ ঘোষকে। শুনতে হল গো ব্যাক স্লোগান। জয় শ্রী রাম ধ্বনী দিয়ে পাল্টা জবাব দিল বিজেপি। নেপথ্যে গোর্খা জনমুক্তি মোর্চা। বিধানসভা ভোটের আগে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেছেন গুরুং। এরইমধ্যে মঙ্গলবার দার্জিলিং-এ সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
[আরও পড়ুন- এখনই বিজেপিতে যোগ দিচ্ছি না বলে মমতার ছবি শেয়ার! কোন দিকে সায়নী ঘোষ?]
২০১৭ সালে দার্জিলিং-এ পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন ঘিরে উত্তপ্ত হয় পাহাড়। ওই বছর পাহাড়ে সভা করার কথা ছিল বিজেপির। কিন্তু সভাস্থলে হামলার মুখোমুখি হতে হয় দিলীপ ঘোষদের। কালো পতাকা দেখানো হয় বিজেপি নেতাদের। দিলীপ ঘোষের মাইক কেড়ে নেওয়া হয়। দার্জিলিং থানায় অভিযোগ জানাতে যান দিলীপ। দিলীপের আপ্ত সহায়ক দেব সাহা এবং দার্জিলিং-এর বিজেপি নেতা রাকেশ পোখরেলকেও মারধর করা হয়। সেইসময় দিলীপ ঘোষ দাবি করেছিলেন, বিনয় তামাং এর লোকজন হামলা করেছে।
এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেক বদলে গিয়েছে। ৩ বছর আগে যাঁদের হাতে বিজেপি-র পতাকা ছিল, এখন তাঁদের হাতেই কালো পতাকা দেখতে পেলাম। তিনি অভযোগ করে বলেন, গোটা বাংলাতেই বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে। আমরা এতে ভয় পাইনা।
Comments are closed.