গোয়ায় তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের উত্তর গোয়া জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রী শঙ্কর ফাদতে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফালেরিওর উপস্থিতিতে শনিবার তৃণমূলে যোগ দেন রুদ্র মহিলা মণ্ডলের সভাপতি শ্রীমতি মীনাক্ষী নাইক ও যুবনেতা শ্রী নীতিশ পণ্ডিত যোগ দেন তৃণমূলে। ফেসবুকে একথা জানিয়েছে গোয়া তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত, একুশের নির্বাচনে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ত্রিপুরা, গোয়া ও উত্তরপ্রদেশে পা বাড়ায় তৃণমূল। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও কয়েকমাস আগে তৃণমূলে যোগ দেন। এরপর তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি করে তৃণমূল। কয়েকদিন আগে রজ্যসভায় প্রার্থী করা হয়েছে ফালেরিওকে। কিছুদিন আগেই গোয়াতে স্টেট ইনচার্জ হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
Comments are closed.