একদিকে আমেরিকা-চিনের বাণিজ্যিক বিরোধ, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে মন্দা, এই দুইয়ে মিলে আকাশছোঁয়া হল সোনার দাম।
এই প্রথমবার ১০ গ্রাম প্রতি সোনার দাম ৩৮ হাজার টাকা হল। সৌজন্যে আমেরিকা ও চিনের বাণিজ্যিক দ্বন্দ্ব।
গত সপ্তাহেই নতুন করে চিনা পণ্যের আমদানিতে শুল্ক বসায় আমেরিকা। এর পাল্টা আমেরিকা থেকে বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করা বন্ধ করে দেয় চিন। অন্যদিকে, আমেরিকায় থাকা ভেনেজুয়েলার সব সম্পত্তি ফ্রিজের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনকারী দেশগুলিকেও হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। যা একপ্রকার ভেনেজুয়েলার সঙ্গে সুসম্পর্ক স্থাপনকারী চিনকেই নাম না করে বার্তা দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে বিশ্ব অর্থনীতিতে তৈরি হয়েছে প্রতিকূল পরিস্থিতি।
২০১৩ সালের পর থেকে এই প্রথমবার টাকার দাম বেশ পড়েছে। এই বছরে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ১.৩ শতাংশ পড়ে গিয়েছে।
বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ বছর চতুর্থবারের জন্য রেপো রেট কমিয়েছে, জিডিপির লক্ষ্যমাত্রা ৭ থেকে কমিয়ে ৬.৯ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ডের রিজার্ভ ব্যাঙ্কও তাৎপর্যপূর্ণভাবে ৫০ বেসিস পয়েন্টে রেপো রেট কমিয়েছে। এই সবের জেরে সোনার দামও আকাশছোঁয়া হল এবার।
Comments are closed.