পড়াশোনায় ভালো, কীভাবে জঙ্গি যোগ? প্রশ্ন ধৃত আল কায়েদা জঙ্গি যোগে ধৃত মনিরুলের পরিবারের
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রাজ্যজুড়ে ধড়পাকড় শুরু করেছে
আল কায়দা জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার হয়েছে মনিরুদ্দিন খান। গ্রেফতার করেছে কলকাতা এসটিএফ। ডায়মন্ডহারবার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ফয়জল নামে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তার কাছে একটি পেন ড্রাইভ পাওয়া গিয়েছিল। সেই পেন ড্রাইভ থেকে খোঁজ পাওয়া যায় মনিরুদ্দিনের। এরপর তদন্তে নেমে মনিরুদ্দিনকে গ্রেফতার করে এসটিএফ। বাংলাদেশ থেকে ঢোকা জঙ্গিদের সাহায্য করত মনিরুদ্দিন বলে অভিযোগ।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বাসিন্দা ২০ বছর বয়সি মনিরুদ্দিন । মনিরুদ্দিন সৎ ছেলে ছিল বলে দাবি করেছে তার পরিবার। পড়াশোনায় ভালো ছিল মনিরুল। নিয়মিত নমাজ পাঠ করত। সেই ছেলে কীভাবে জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়ল, এই নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। ধ্রুবচাঁদ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল মনিরুদ্দিন। তার দাদাও কলকাতার একটি নামী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। বাবা পেশায় ব্যবসায়ী।
উল্লেখ্য, কয়েকমাস আগে বাংলাদেশে ব্লগার খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়জল নামে একজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। ফয়জলকেই জিজ্ঞেসা করে উঠে আসছ একের পর এক জঙ্গির নাম। কয়েকদিন আগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয় হাসনত নামে আরও এক জঙ্গি। হাসনতের বাড়ি মালদায়। তার বাড়ি থেকে পাওয়া যায় একটি পেন ড্রাইভ। সেই পেন ড্রাইভ থেকে জানতে পারা যায় মথুরাপুরের বাসিন্দা আজিজুল হকের নাম। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতার করা হল মনিরুদ্দিন খানকে।
Comments are closed.