পর্যটকদের জন্য সুখবর, গরুমারার জঙ্গলে সাফারিরর জন্য বৃদ্ধি করা হচ্ছে হাতির সংখ্যা

উত্তরবঙ্গে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর। এবার পুজোর মরশুমে গোরুমারায় সাফারিতে হাতির সংখ্যা বাড়ছে। গোরুমারায় আপাতত সাফারির জন্য দু’টি হাতি রয়েছে। তা দিয়ে পর্যটকদের চাহিদা মেটানো সম্ভব হয় না। ফলে গোরুমারায় গিয়ে অনেকে হাতি সাফারির সুযোগ পান না। তাই পুজোয় পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখে আরও দু’টি হাতি সাফারিতে যোগ করা হচ্ছে।

সাফারির জন্য হাতি চিহ্নিত করে ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু হয়েছে। বর্ষার পর ১৬ সেপ্টেম্বর জঙ্গল খুললে ওই দুই হাতিকে দিয়ে কিছুদিন সাফারিতে ট্রায়াল দেওয়া হবে। তারপর পুজোর সময় থেকে পুরোদস্তুর কাজে লাগানো হবে সাফারিতে। 
লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য, পর্যটকদের জন্য গোরুমারায় সাফারিতে হাতির সংখ্যা বাড়ানোর জন্য বন দফতরের কাছে আর্জি জানানো হয়েছিল।
বন দফতর সূত্রে খবর, পুজোয় যে দু’টি নতুন হাতিকে সাফারিতে কাজে লাগানো হবে, তার একটি সাফারি শুরু করবে ধূপঝোরা থেকে, অন্যটি কালীপুর থেকে। এখন সাফারির জন্য রয়েছে জেনি ও মাধুরি নামে দু’টি হাতি। তাদের সঙ্গী হবে আরও দু’জন। হাতি সাফারিতে পর্যটকের আসন সংখ্যা বেড়ে হবে ২৪।

Comments are closed.