সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ (কে কে)-কে গান স্যালুটের মাধ্যমে চির বিদায় জানাল কলকাতা। বুধবার রবীন্দ্রসদনে তাঁকে শ্রদ্ধা জানাতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে ছিলেন মদন মিত্র, বাবুল সুপ্রিয়ো, ইন্দ্রনীল সেন। এদিন সকালেই মুম্বই থেকে কলকাতায় আসে কে কের পরিবারের সদস্যরা। রবীন্দ্রসদনে উপস্থিত ছিলেন তাঁরাও।
এদিন সকালেই বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, গান স্যালুটের মাধ্যমে বিদায় জানানো হবে কে কে-কে। তিনি নিজে উপস্থিত থাকার কথাও জানান। জানান, কে কে-র স্ত্রীর সঙ্গে কথাও হয়েছে তাঁর। এরপর বিমানবন্দরে নামার পর তিনি জানান, রবীন্দ্রসদনে প্রয়াত শিল্পীকে গান বিশেষ সম্মান জানানো হবে। মুখ্যমন্ত্রীর কথা মতন এদিন বিকেলে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানানোর পর কলকাতা বিমান বন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে সঙ্গীতশিল্পীর।
অন্যদিকে সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন গ্র্যান্ড হোটেলে যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ।
Comments are closed.