ফুচকা শব্দটা শুনলেই খাদ্য প্রেমিকদের জিভে জল চলে আসে। এ খাওয়ারের গুণ এমনই। দেশের কোথাও এটি পানিপুরি, কোথাও গোলগাপ্পা। তবে নাম যাই হোক দেশের সব প্রান্তেই সমান জনপ্রিয় ফুচকা। এবার সেই ফুচকারই দেখা মিলল গুগল ডুডলে। বৃহস্পতিবার গুগল সার্চের পেজ খুললেই দেখা মিলছে হরেক রকমের এনিমেটেড ফুচকার। যা নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই।
জানা গিয়েছে, গুগলের ডুডলে ফুচকার জায়গা করে নেওয়ার নেপথ্যে রয়েছে ৮ বছর আগের একটি ঘটনা। ২০১৫ সালের ১২ জুলাই। ইন্দোরের এক ফুচকা বা পানিপুরি বিক্রেতা ৫১টি স্বাদের ফুচকা তৈরি করেন। আর এরকম এক ঘটানা ঘটিয়ে গোল্ডেন বুক অব রেকর্ডের নিজের নাম নথিভুক্ত করে ফেলেন।
সেই ঘটনাকেই স্মরণ করে বৃহস্পতিবার ১৩ জুলাই ফুচকা নিয়ে বিশেষ ডুডল তৈরি করেছে গুগল। যা ভারত তো বটেই বিশ্ববাসীরও নজর কেড়েছে। আর গুগলের হাত ধরে ভারতের এই জনপ্রিয় স্ট্রিট ফুডটি বিশ্ববাসীর কাছেও নতুন করে পরিচিত হয়ে উঠেছে।
Comments are closed.