অনেকেই মজা করে বলে থাকেন, পৃথিবীর কঠিন কাজগুলোর মধ্যে একটি হল ডাক্তারের লেখা প্রেসক্রিপশন পড়া। চিকিৎসকদের জড়ানো হাতের লেখায় ঔষুধের নাম অনেক সময় পড়াই যায় না। একমাত্র ঔষুধের দোকানই তা উদ্ধার করতে পারে। তবে এবার থেকে আর তেমন সমস্যা থাকবে না। খুব সহজেই ডাক্তারের ‘দুর্বোধ্য’ প্রেসক্রিপশন পড়ে ফেলা যাবে। গুগলই এবারে আপনাকে সাহায্য করবে।
সোমবার ভারতে ‘গুগল ফর ইন্ডিয়া’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই গুগল কর্তৃপক্ষ তাদের এই নতুন প্রযুক্তির কথা জানায়। জানা গিয়েছে, গুগলের আর্টিফিসিয়াল ইন্টালজিন্স এবং মেশিন লার্নিং-এর মাধ্যমে এই অবিশ্বাস্য কাজটি করা যাবে। গুগল লেন্সের মাধ্যমে ডাক্তারের হাতে লেখা প্রেসক্রিপশনের ছবি তুলতে হবে। এরপর গুগল সেই ছবিটিকে স্ক্যান করবে এবং প্রেসক্রিপশনে লেখা ঔষুধের নাম শব্দের আকারে ভেঙে ভেঙে জানিয়ে দেবে।
যদিও ওই অনুষ্ঠানে গুগলের তরফে জানানো হয়েছি, পুরো কাজটাই এখন গবেষণার স্তরে রয়েছে। যদিও কাজটির বেশ কিছু পর্যায় শেষ হয়ে গিয়েছে। তবে গুগলের দাবি, সর্ব সাধারণের জন্য এই পরিষেবা শুরু হলে চিকিৎসা ক্ষেত্রের জন্য তা একটি অভিনব কাজ হবে।
Comments are closed.