মন্ত্রিসভার রদবদলে বঞ্চিত করা হয়েছে গোর্খাদের। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা না পাওয়া হতাশ গোর্খা জনজাতি। এমনই একগুচ্ছ অভিযোগ করে বিজেপির টিকেটে জয়ী বিধায়ক নীরজ জিম্বা সরাসরি চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
নীরজের এই চিঠি প্রকাশ্যে আসার পরই গুঞ্জন শুরু হয়েছে। উত্তরবঙ্গ থেকে এবার দু’জন সাংসদ ঠাঁই পেয়েছেন মন্ত্রিসভায়। পৃথক রাজ্যের দাবি তোলা জন বার্লা এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক মন্ত্রী হয়েছেন। কিন্তু রাজু বিস্তা বাদ পড়ায় অসন্তোষ দেখা দিয়েছে দলেরই অন্দরে।
নীরজ জিম্বা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা GNLF এর নেতা। বিজেপির টিকিটে ২০১৯ সালে দার্জিলিং আসনে উনির্বাচনে জয়ী হন তিনি। একুশের নির্বাচনেও বিজেপির টিকিটেই জয়লাভ করেন।
চিঠিতে নীরজ জানিয়েছেন, মন্ত্রিসভায় রাজু বিস্তা’র মত সাংসদের জায়গা না হওয়ায় ক্ষুব্ধ দার্জিলিংয়ের মানুষ। ২০০৯ সাল থেকে দার্জিলিং-এ বিজেপি ভোটে জিতছে। তাছাড়া রাজু বিস্তা সাংসদ হিসেবে এলাকায় অনেক কাজ করেছেন। দার্জিলিংয়ের পাশাপাশি পাহাড়ের একাধিক আসনে তাঁর প্রভাব রয়েছে।
সেই সঙ্গে নীরজের চাঞ্চল্যকর অভিযোগ, বিজেপি পাহাড়ের স্থায়ী সমাধানের আশ্বাস দিলেও তা পূরণে কোনও পদক্ষেপ করেনি এখনও। কোথাও রাজনৈতিক সৎ ইচ্ছের অভাব রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
জন বার্লার পৃথক রাজ্যের দাবি ঘিরে পাহাড় নিয়ে ফের একবার শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। জন বার্লাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার পর সেই তরজা ব্যাপক আকার নিয়েছে। তৃণমূলের দাবি, বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিতেই বিজেপির এই পদক্ষেপ। এসবের মধ্যেই বিজেপির টিকিটে জয়ী হওয়া বিধায়কের পরিবর্তিত মন্ত্রিসভা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোদীকে লেখা চিঠি অত্যন্ত তাৎপর্পূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
Comments are closed.