বিধানসভার অধিবেশনের প্রথম দিনই বেনজির কাণ্ড। বিজেপি বিধায়কদের হই হট্টগোলে বাজেট ভাষণের প্রথম ও শেষ পাতা পড়েই থামলেন রাজ্যপাল ধনখড়। বিজেপির বিক্ষোভের জেরে মাত্র ৪ মিনিটের মধ্যেই শেষ করলেন রাজ্যপাল। তারপর মুখ্যমন্ত্রী ও স্পিকারের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বিধানসভা ছাড়েন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যপালের বক্তৃতায় ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ ছিল না।
এদিন দুপুর ১ টা ৪৮ মিনিট নাগাদ বিধানসভায় ঢোকে রাজ্যপালের কনভয়। তাঁকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়েছিলেন স্পিকার ও মুখ্যমন্ত্রী। আম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন জগদীপ ধনখড়। তারপর মুখ্যমন্ত্রী ও স্পিকারের সঙ্গে ঢোকেন বিধানসভার ভিতরে। ঠিক দুপুর ২ টোয় রাজ্যপালের বক্তৃতা শুরু হয়। সেই সময় প্রবল হই হট্টগোল শুরু করে বিজেপি। প্রথমে আসনে বসে তারপর ওয়েলে নেমে ভারত মাতা কি জয় স্লোগান দিতে থাকেন বিরোধী বেঞ্চের বিধায়করা। হই হট্টগোলে শোনা যায়নি কী পড়ছেন রাজ্যপাল। মিনিট চারেকের মধ্যেই বক্তৃতা থামান তিনি। গৃহীত হয় বক্তৃতা। তারপর বেরিয়ে আসেন রাজ্যপাল। বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রী ও স্পিকারের কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যান তিনি।
পরে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী জানান, মমতা ব্যানার্জি সরকার বক্তৃতায় যা লিখে দিয়েছে তা পড়তে বাধ্য রাজ্যপাল। কিন্তু সেই বক্তৃতায় ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি কথাও নেই, উল্টে অপপ্রচার বলা হচ্ছে বলেও অভিযোগ বিরোধী দলনেতার।
Comments are closed.