যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের বলি হয়ে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই আবহে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার বিকেল পাঁচটায় রাজভবনে তিনি এই বৈঠক ডেকেছেন।
ছাত্র মৃত্যুর ঘটনার পরের দিনই বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। পরে তিনি নিজেও বলেন, যাদবপুরে স্থায়ী উপাচার্য না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে। এই অবস্থায় ওয়াকিবহাল মহলের একাংশের মত, মূলত উপচার্য নিয়োগ নিয়ে আলোচনা করতে পারেন রাজ্যপাল। সেই সঙ্গে বর্তমানে এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করণীয় কী? ইত্যাদি নানান বিষয় নিয়েও কথা হতে পারে।
এদিকে বুধবারই ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করেছে লালবাজার। এদিন দুপুর তিনটে নাগাদ তাঁদের লালবাজারে আসতে বলা হয়েছে। এই ঘটনায় ইতিমিধ্যেই দু’জন প্রাক্তন ছাত্র সহ মোট সাত জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। যাদবপুরের ঘটনা নিয়ে বৈঠক শেষে রাজ্যপাল কী সিদ্ধান্ত নেন এখন সেটাই দেখার।
Comments are closed.