চিকিৎসা করাতে এসএসকেএম গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ তিনি এসএসকেএমে যান। হাসপাতালের বিভাগীয় প্রধান অরুণাভ সেনগুপ্ত ও তাঁর চিকিৎসক দল রাজ্যপালের চিকিৎসা করেন। রাজ্যপালের গলার সমস্যা রয়েছে। জানা গিয়েছে গলা ব্যাথা রয়েছে তাঁর। সঙ্গে রয়েছে গলার একটা অস্বস্তি। দীর্ঘ সময় কথা বলার সময়ও কষ্ট হচ্ছে রাজ্যপালের।
এই বিষয়ে এসএসকেএম হাসপাতালের বিভাগীয় প্রধান চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত জানান, গলায় সমস্যা রয়েছে রাজ্যপালের। তাই দীর্ঘ সময় কথা বলার সময় অসুবিধা হচ্ছে তাঁর। একটা ভয়েস অ্যানালিসিস টেস্ট করা হয়েছে। এই হাসপাতালে সব বিভাগের পরিষেবা যথেষ্ট ভালো। তাই চিকিৎসা করাতে কোনও অসুবিধা হবে না। অন্য এক চিকিৎসকের কথায়, রাজ্যপাল যখন নিজের চিকিৎসা সরকারি হাসপাতালে করাচ্ছেন তখন রাজ্যবাসীও সরকারি হাসপাতালের ওপর আরও বেশি করে ভরসা করবে।
এর আগেও সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ। কয়েকদিন আগে দাঁতের সমস্যায় তিনি চিকিৎসা করিয়েছিলেন সরকারি হাসপাতালে। আহমেদ ডেন্টাল মেডিক্যাল কলেজে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন তিনি।
Comments are closed.