স্পিকার বিমান ব্যানার্জি রাজ্যপাল এবং সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন, এটা সাংবাদিক বৈঠকের জায়গা নয়, রাজ্যপালকে অনুরোধ করব এটাকে যেন সাংবাদিক বৈঠকে রূপ না দেন। কিন্তু অধ্যক্ষের আপত্তিতে কর্ণপাত না করেই ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন জগদীপ ধনখড়। বৃহস্পতিবার বিধানসভা চত্বরে এমনই বেনজির পরিস্থিতি দেখল রাজ্যবাসী।
বৃহস্পতিবার বি আর আম্মেডকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিধানসভায় আম্মেডকরের মূর্তিতে মালা দেন রাজ্যপাল। তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন স্পিকার বিমান ব্যানার্জি। ওই অনুষ্ঠান থেকেই সম্প্রতি রাজ্যের কয়েকটি ঘটনার প্রসঙ্গ টেনে রাজ্যপাল বলেন, আমার এটা একটা সমস্যা যখন লোকজন অভিযোগ করেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। সম্প্রতি এর সঙ্গে আরও অভিযোগ যোগ হয়েছে। যেমন মহিলাদের বিরুদ্ধে অপরাধ। সেই সঙ্গে ধনখড়ের সংযোজন, রাজ্যে অপরাধের তদন্তের মান পড়ে গিয়েছে। যা অত্যন্ত উদ্বেগের। আপনাদের আধুনিক প্রযুক্তি নির্ভরশীল উন্নতমানের তদন্ত করতে হবে, তা আজকের দিনে প্রয়োজনীয়। কলকাতা হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ নিয়েও এদিন রাজ্যপাল ফের একবার সরব হন।
উল্লেখ্য, রাজ্যপাল বিধানসভা ছাড়ার পর তাঁর মন্তব্যের পাল্টা জবাব দেন স্পিকার বিমান ব্যানার্জি। তাঁর কটাক্ষ, রাজ্যপাল অনেক কথাই বলছেন। অধিকার এবং কর্তব্য একসঙ্গে পালন করতে হবে। অধিকার প্রয়োগ করতে হলে, কর্তব্যের কথাটা ভুলে গেলেও চলবে না। তাঁর কথায়, বিধানসভা, যেখানে আমরা কাজ করি, সেখানে সংবিধান মেনেই কাজ হয়।
Comments are closed.