হাওড়ার পুরভোট নিয়ে জোট কাটল। হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার বিলে সই করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যার জেরে হাওড়া এবং বালির পুরভোট নিয়ে আর কোনও জটিলতা রইল না।
কলকাতা পুরসভার সঙ্গে হাওড়ার ভোট চেয়েছিল রাজ্য। কিন্তু বালিকে আলাদা করার বিলে রাজ্যপাল সাক্ষর না করায় হাওড়া নিয়ে জটিলতা দেখা দেয়। শুক্রবার রাজ্যের এডভোকেট জেনারেল হাইকোর্টে জানান, বিলে সই করেছেন রাজ্যপাল। কমিশনের তরফে হলফনামায় জানানো হয়েছিল, হাওড়া সহ রাজ্যের ৬ টি পুরসভার ভোট হবে ২২ জানুয়ারি। রাজ্যপাল সই করার ফলে হাওড়া নিয়ে আর কোনও জটিলতা থাকলো না। যার জেরে ২২ জানুয়ারিই হচ্ছে হাওড়ার ভোট। সেই সঙ্গে জানা গিয়েছে, ২৭ জানুয়ারি ভোট হতে পারে বালির।
উল্লেখ্য, তৃতীয়বার ক্ষমতায় ফিরে হাওড়া থেকে বালিকে আলাদা করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো বিধানসভায় প্রস্তাবও পাস হয়। কিন্তু রাজ্যপাল প্রথমে সেই বিলে সই করেননি। তাঁর অভিযোগ ছিল, বিল সংক্রান্ত বেশ কিছু তথ্য তিনি বিধানসভার কাছে জানতে চাইলেও তাঁকে তা জানানো হয়নি।
Comments are closed.