সব ঠিক থাকলে শীঘ্রই রাজ্যে শুরু হবে পুরভোট। পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন কী প্রস্তুতি নিচ্ছেন তা জানতে এবার নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদ্বীপ ধনখড়। সোমবার সকালে রাজ্যপাল নিজেই ট্যুইট করে একথা জানান।
ট্যুইটে ধনখড় লিখেছেন, কলকাতা সহ বাকি পুরসভার নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার সৌরভ দাসকে ২৩ নভেম্বর মঙ্গলবার রাজভবনে এসে দেখা করতে বলা হয়েছে। ট্যুইটে তিনি পুরভোট সম্পর্কিত সংবিধানের ২৪৩কে, ২৪৩জেডএ ধারার কথাও উল্লেখ করেছেন।
প্রশাসনিক মহলে জল্পনা ছিল, ডিসেম্বরেই কলকাতা এবং হাওড়ার পুরভোট হতে পারে। যদিও বিজেপির রাজ্য নেতৃত্বের করা জনস্বার্থ মামলার জেরে পুরভোট নিয়ে অনশ্চিয়তা তৈরি হয়। রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে জানায়, এখনই তারা পুরভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করছে না। তবে এদিন রাজ্যপালের ট্যুইট ঘিরে ফের রাজ্যের পুরভোট নিয়ে জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ, বেশ কয়েকদিন ধরেই নবান্নের সঙ্গে রাজভবনের নতুন করে সংঘাত শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের তথ্য চেয়ে অর্থ দফতরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্রকে চিঠি লিখেছেন রাজ্যপাল। এই আবহে নির্বাচন কমিশনারকে তলব করা ঘিরে রাজ্যের সঙ্গে রাজ্যপালের তরজা নতুন কোনও মোড় নেই কিনা, এখন সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Comments are closed.