রাজ্যের ১০৮ পুরসভার ভোটগণনা কবে? বিজ্ঞপ্তি জারি কমিশনের 

রাজ্যের বকেয়া ১০৮ টি পুরসভার ভোট ২৭ ফেব্রুয়ারি। এবার ভোট গণনার দিনও জানাল রাজ্য নির্বাচন কমিশন।বুধবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানায় আগামী ২ মার্চ ওই ১০৮ পুরসভার ভোট গণনা হবে। 

ইতিমধ্যেই কলকাতা সহ পাঁচটি পুরসভার ভোট সম্পূর্ণ হয়েছে।পাঁচটিতেই বোর্ড গঠন করেছে রাজ্যের শাসক দল। আগামী ২৭ ফেব্রুয়ারি বকেয়া আরও ১০৮টি পুরসভায় ভোট রয়েছে। ইতিমধ্যেই পুরভোটে অশান্তির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। ১০৮ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে মামলা করেছে রাজ্ বিজেপি। 

উল্লেখ এদিনই উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুহ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর তিন দিনের সফর থাকলেও প্রায়ত সন্ধ্যা মুখার্জিকে শ্রদ্ধা জানাতে সফরের কাটছাঁট করে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ির জয়ী কাউন্সিলারদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সঙ্গে এদিন কোচবিহারে গিয়েও জেলা নেতৃত্বের সঙ্গে আসন্ন পুরভোট নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।  

Comments are closed.