রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন, আজই পারলে আলোচনায় বসুন; মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি রাজ্যপালের
ফের একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়ে চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজই অর্থাৎ বুধবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানিয়ে চিঠি লিখেছেন। নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই চিঠি ট্যুইটও করেছেন রাজ্যপাল। রাজ্যপালের অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, যা তাঁকে উদ্বিগ্ন করেছে। যে কারণেই আজই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান।
গত কয়েকদিনে রাজ্যে বেশ কয়েকটি নারী নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। হাঁসখালী ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর মধ্যেই মঙ্গলবার এবং বুধবার সিঙ্গেল বেঞ্চের এক বিচারপতির বেশ কিছু নির্দেশকে কেন্দ্র করে হাইকোর্টে আইনজীবীদের একাংশের মধ্যে তুমুল গন্ডগোলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এই নিয়ে আইনজীবীদের এক দলের সঙ্গে আরেক দলের হাতাহাতিরও ঘটনা ঘটে। বুধবারও আদালত চত্বরে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ ঘিরে ধুন্দুমার পরিস্থিতির তৈরী হয়। রাজ্যপাল তাঁর চিঠিতে এই সমস্ত ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে, কলকাতা হাইকোর্টের মতো পবিত্র স্থানে যে বেনজির ঘটনা ঘটেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন।
WB Guv has urged CM Mamata Banerjee for interaction during the day in view of disturbing and unprecedented worrisome scenario in the precincts of High Court at Calcutta as also the recent spate of heinous crime against women and continual deteriorating law & order in the State. pic.twitter.com/e1hKfMcVg4
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 13, 2022
উল্লেখ্য মঙ্গলবারই বিজেপির মুখপাত্র সমীক ভট্রাচার্য রাজ্যপালকে উদ্দেশ্যে করে বলেন, রাজ্যের মানুষ আপনার কাছ থেকে আর শুধু ট্যুইট আশা করে না, এই পরিস্থিতি কিছু করুন। একই দিনে রাজ্যে ৩৫৬ ধারা লাগুর দাবিতে রাজ্যভবনের সামনে বিক্ষোভ দেখান কলকাতা কর্পোরেশনের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং তাঁর অনুগামীরা। আর তার একদিন পরেই রাজ্যপালের চিঠি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।রাজ্যপালের চিঠি প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যার পৃষ্ঠপোষক রাজ্যপাল।
Comments are closed.