আপনার দাবি খুব হাস্যকর, রাজ্যে শাসকের আইন আছে, আইনের শাসন নেই, রামপুরহাট কাণ্ডে মমতাকে চিঠি রাজ্যপালের
রামপুরহাট কাণ্ডে মুখ্যমন্ত্রী চিঠিতে রাজ্যপালকে জানিয়েছিলেন, রাজ্যে শান্তি বজায় আছে। এরমধ্যে রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক। রাজ্যপালকে সংযত থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি এবার এর পালটা চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। চিঠিতে ধনখড় লেখেন, এর চেয়ে হাস্যকর দাবি আর কিছু হতে পারেনা। এত কিছুর পরেও রাজভবনে বসে সময় নষ্ট করা সাংবিধানিক বিরোধী কাজ হবে বলে জানান রাজ্যপাল।
রামপুরহাট ঘটনায় তদন্তের দাবি করেছেন রাজ্যপাল। পাশাপাশি সিটের রিপোর্ট কতটা নিরপেক্ষ হবে প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যপাল চিঠিতে টেনে এনেছেন বিধানসভা ভোটপরবর্তী হিংসার কথা। তিনি লেখেন, পশ্চিমবঙ্গে শাসকের আইন আছে, আইনের শাসন নেই।
উল্লেখ্য, রামপুরহাটে ৮ জনকে পুড়িয়ে হত্যার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপালকে লেখা চিঠিতে দাবি করেছিলেন, বিজেপি শাসিত রাজ্যে এর থেকেও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। তখন নীরব থাকেন রাজ্যপাল। এর উত্তরে রাজ্যপাল লিখেছেন, তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর মতো তাঁরও কাজের পরিধি এই রাজ্য।
Comments are closed.