রেস্তোরাঁতে না গিয়ে রেস্তোরাঁর খাওয়ার খেতে গেলে ভরসা সুইগি, জ্যোমাটোর মতো সংস্থাগুলি। যত দিন যাচ্ছে এই ফুড ডেলিভারি app গুলোর জনপ্রিয়তাও হুড়হুড়িয়ে বাড়ছে। যদিও অনলাইনে খাবার অর্ডার করতে গেলে খাবারের দামের সঙ্গে ক্রেতাদের অতিরিক্ত অনেকটাই টাকা দিতে হয়। ডেলিভারি সংস্থাগুলো ওই টাকা ক্রেতাদের থেকে নেয়। তবে এবার আর অত খরচ করতে হবে না। তুলনায় অনেক কম খরচেই বাড়িতে বসে মিলবে রেস্তোরাঁর খাওয়ার। উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের তৈরি করা ‘ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স’ অনলাইন পরিষেবার মাধ্যমে সরাসরি রেস্তরাঁগুলো থেকে খাবার অর্ডার করতে পারবেন গ্রাহকরা।
২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে বেঙ্গালুরু শহরে পরীক্ষা মূলক ভাবে এই অনলাইন পরিষেবা শুরু হয়। জানা গিয়েছে, তা সফল হওয়ায় এবার দেশের বাকি রাজ্যেও এই পরিষেবা শুরু হতে চলেছে। ফোনে পিএটিএম এপটি থাকলেই এই পরিষেবার সুবিধে মিলবে। পিএটিএম-এ গিয়ে লিখতে হবে ‘ওএনডিসি’। আর সেখানেই অনালইনে খাওয়ার অর্ডার নিয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে। এর জন্য আলাদা করে কোনও এপের প্রয়োজনীয়তা নেই। তবে শুধু খাওয়ার নয়, এই অনলাইন পরোষেবা থেকে মুদিখানার সামগ্রীও আনা যাবে।
Comments are closed.