অসাধারণ অভিনয়! জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে অভিনেত্রী অন্বেষা হাজরার অভিনয় দেখে চোখে জল চলে এল দর্শকদের
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’। বাকি ধারাবাহিক গুলিতে যেমন কূটকচালি, অশান্তি দেখানো হয় এই ধারাবাহিক বাকিগুলোর থেকে একটু আলাদা। এই ধারাবাহিকে সাত্যকির ভূমিকায় অভিনয় করছেন নবাগত অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। আর উর্মির ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। ঋত্বিকের এটি প্রথম কাজ হলেও অন্বেষা কে এর আগেও বহুবার আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি। বেশ কয়েক বছর ধরেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।
এর আগে বহু ধারাবাহিকে অভিনয় করলেও জি বাংলার এই ধারাবাহিকের হাত ধরে তিনি যেনো আরও বেশি করে দর্শকদের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছেন। সম্প্রতি ধারাবাহিকে যে এপিসোড গুলি দেখানো হচ্ছে তাতে অন্বেষার অভিনয় চোখে পড়ার মতো। সম্প্রতি ধারাবাহিক দেখানো হচ্ছে সরকার বাড়িতে নেমে এসেছে বিপদের কালো মেঘ। উর্মীর মামনি গুন্ডা লাগিয়ে উর্মি এবং সাত্যকি কে মেরে ফেলার প্রচেষ্টা করেছে। কিন্তু ভাগ্যের ফেরে আবারো নতুন জীবন ফিরে পেয়েছে তারা। আর এই কয়টি পর্বেই অন্বেষার অভিনয় ছিল দুর্দান্ত। হাসপাতালের বেডে শুয়ে অন্বেষার অসাধারণ অভিনয় দেখে দর্শকের গায়ে কাঁটা দিয়ে উঠেছে।
আর অন্বেষার অভিনয় দেখে প্রত্যেক দর্শকের মুখে একটাই কথা বর্তমানে কোন ধারাবাহিকের কোন অভিনেত্রী এই ধরনের অভিনয় করতে পারবে না। একমাত্র অন্বেষা হাজরার থেকেই তারাই এত অসাধারণ দুর্দান্ত লেভেলের অভিনয় আশা করা যায়।
এমনকি এই ধারাবাহিকের প্রাক্তন পরিচালক ও অন্বেষা হাজরা কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন। কারণ এত অল্প বয়সে এই লেভেলের অভিনয় করা সত্যি আর পাঁচটা সাধারণ ধারাবাহিকের অভিনেত্রীর কাছে অসম্ভব ব্যাপার। দর্শকেরা এত ধারাবাহিক দেখে এসেছেন এত বছর কিন্তু এখনো পর্যন্ত অন্বেষা হাজরার মতো অভিনয় কোন অভিনেত্রীকে করতে দেখেনি। মাত্র ২৬ বছর বয়সেই অন্বেষ হাজরা নিজের এই দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকের চোখে জল এনে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া এখন হাজার হাজার অনুরাগীরা তার প্রশংসায় পঞ্চমুখ।
Comments are closed.