বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সোমবার বুদ্ধ পূর্ণিমা। সকালে ফেসবুক পোস্টে সকলকে শুভেচ্ছা জানান তিনি। লেখেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সকলকে জানাই শুভেচ্ছা
উল্লেখ্য, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। এই দিনেই রাজা শুদ্ধধন ও রানি মায়াদেবীর সন্তান বুদ্ধদেব নেপালের লুম্বিনীতে জন্ম নেন। আবার এইদিনেই তিনি বিহারের এক জনপদের এক বোধিবৃক্ষের নীচে সিদ্ধিলাভ করেন। বুদ্ধদেবকে বিষ্ণুর নবম অবতার বলা হয়। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উৎসব। গত দুই বছর করোনার কারণে এই উৎসব পালন করতে পারেননি বৌদ্ধ ধর্মালম্বীরা। কিন্তু এইবার করোনা অনেকটাই নিয়ন্ত্রণে আসায় দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করছে। দেশজুড়ে বিভিন্ন বৌদ্ধবিহারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Comments are closed.