দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের। ১০৮ টাকা দাম বাড়ল একলাফে। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০০০ পেরিয়ে গেল কলকাতায়।
কিন্তু গৃহস্থের রান্না ঘরে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম বাড়েনি। রান্নার ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম কলকাতায় ৯২৬ টাকা। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পরেই দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। এরপর দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। তেল সংস্থা সূত্রের খবর, বিশ্ব বাজারে অশোধিত তেলের পাশাপাশি রান্নার গ্যাসের মূল দুই উপাদান প্রোপেন ও বুটেনের দামও বেড়েছে। ফলে তা না-কমলে পরের মাসে সব রকম গ্যাসের দাম বৃদ্ধি হতে পারে।
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় হোটেল রেস্টুরেন্টে। দাম বাড়ার ফলে সেই কোপ গিয়ে পড়বে সাধারণ মানুষের ওপর।
Comments are closed.