নিউ টাউনের ইকো পার্কের পাশে গড়ে উঠছে চিড়িয়াখানা হরিণালয় এবং হাওড়ার গড়চুমুকে গড়ে উঠেছে আরও একটি চিড়িয়াখানা। এই দুটি চিড়িয়াখানা উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্র। এই দুই চিড়িয়াখানা কর্তৃপক্ষ উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রস্তাব পাঠিয়েছে। ২০১৬ সালে ইকো পার্ক লাগোয়া ৬ নম্বর গেটের কাছে তৈরি হয়েছিল হরিণালয়। হরিণালয়ের মতো গড়চুমুকের গড়ে উঠেছে ডিয়ার পার্ক। সেখানে তিন ধরনের হরিণ রয়েছে। বিভিন্ন বিদেশি পাখিও রয়েছে সেখানে। ২৪-২৫ একর জমির উপরে নির্মিত হয়েছে এই চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় রয়েছে ঘড়িয়াল-সহ তিন ধরনের কুমির।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাড়ে ১২ একর জমির উপরে এই চিড়িয়াখানাটি তৈরি হয়েছে হরিণালয়। ইতিমধ্যেই সেখানে নিয়ে আসা হয়েছে বিভিন্ন ধরণের প্রাণী। বিদেশ থেকে বিভিন্ন পাখি আনা হয়েছে সেখানে। হরিণালয়ে এখন তিন ধরনের হরিণ রয়েছে। পরে আরও চার ধরণের হরিণ আনা হবে সেখানে। হরিণালয়ে বিভিন্ন পশু-পাখিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পাখিরা যেসব পোকা খায়, সেইসব পোকার চাষও করা হচ্ছে। থাকছে লবণাক্ত জলের কুমির। যেগুলি সুন্দরবন ও আন্দামানের দিকে পাওয়া যায়। শিক্ষামূলক ভ্রমণের জন্য গত মাসে প্রায় ৬৫০ জন পড়ুয়া ঘুরে গিয়েছে এই চিড়িয়াখানায়।
Comments are closed.