বদল হচ্ছে ইকো পার্ক খোলা ও বন্ধের সময়সূচি, জেনে নিন

শীতকাল আসছে। আর শীতকাল মানেই ছুটির দিন বেড়িয়ে ঘুরতে বেরিয়ে পড়া। কলকাতার প্রাণকেন্দ্র ইকো পার্ক। ইকো পার্কে শীতকালে ছুটির দিনগুলিতে জনসমুদ্র হয়। তাই বদল হচ্ছে ইকো পার্ক খোলা ও বন্ধ হওয়ার সময়সূচি।

ইকো পার্ক দেখভালের দায়িত্ব হিডকোর ওপর। হিডকোর তরফে জানানো হয়েছে, এবার থেকে পার্ক খোলা ও বন্ধ হওয়ার সময়সূচি বদল হচ্ছে। নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নতুন নিয়মেই চলবে পার্ক। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পার্ক খোলা হবে সকাল ১১ টার সময় আর বন্ধ হবে সন্ধ্যে সাড়ে সাতটার সময়। রবিবার ও অন্য ছুটির দিন পার্ক খোলা হবে সকাল ১০.৩০ মিনিটে আর বন্ধ হবে ৭.৩০ মিনিটে। সন্ধ্যে ৭ টার সময় বন্ধ হয়ে যাবে টিকিট কাউন্টার। তবে সোমবার পুরো বন্ধ থাকবে পার্ক।

তবে প্রাতঃভ্রমণকারীদের ক্ষেত্রে নিয়মের কোনও বদল হচ্ছে না। ২০১২ সালের ২৯ ডিসেম্বর উদ্বোধন হয় এই পার্কের। এই পার্কের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই পার্কের নাম ‘প্রকৃতি তীর্থ’ মমতা ব্যানার্জি। নিউটাউনে সিটি সেন্টারের ২- থেকে একটু দূরে ৪৮০ একর জমির ওপর এই ইকো পার্ক। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই পার্কে ঘুরতে আসেন। ছুটি দিনে কয়েক লক্ষ মানুষ আসেন এই পার্কে। আর শীতকাল এলেই শহরের মানুষের ইকো পার্কমুখী হন।

Comments are closed.