এসসি গ্রুপ ডি নিয়োগে অনিয়ম মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার এই মামলায় ডিভিশন বেঞ্চ আগামী শুক্রবার পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখল। সেই সঙ্গে এদিন নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে কমিশন ও পর্ষদকে কটাক্ষ করেছে কলকাতা হাইকোর্ট।
বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ এদিন মন্তব্য করে, গ্রুপ ডি’র নিয়োগ নিয়ে দুর্নীতিতে কমিশন এবং পর্ষদ কাকে বিশ্বাস করবে কোর্ট? যদি দুর্নীতি হয়েছে বলেও ধরে নেওয়া হয়, তাহলেও প্রকৃত দোষীকে খুঁজে বের করা সহজ নয়।
এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির মামলায় ৫৭৩ জনের বেতন বন্ধ এবং নিয়োগ খারিজের রায় দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই সঙ্গে সিবিআইকে দুর্নীতির অনুসন্ধানের নির্দেশ দেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে যায় রাজ্য ও কমিশন।
বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয়। এদিন শুনানিতে সেই স্থগিতাদেশের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াল ডিভিশন বেঞ্চ।
Comments are closed.