নারদ মামলায় কলকাতা হাই কোর্টকে মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জির হলফনামা জমা নিতে বলল সুপ্রিম কোর্ট। হাই কোর্টে নারদ শুনানি ২৯ তারিখ। শীর্ষ আদালতের নির্দেশ ২৮ জুনের মধ্যে কলকাতা হাই কোর্টে হলফনামা জমা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আইনমন্ত্রী মলয় ঘটক। হাই কোর্ট প্রথমে এই বিষয় নিষ্পত্তি করবে তারপর মূল মামলার বিচার হবে, বলেও নির্দেশ সুপ্রিম কোর্টের।
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে মামলা উঠলে বিচারপতি অনিরুদ্ধ বসু অব্যাহতি দেন। এরপর বিচারপতি বিনীত সরন ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে মামলা যায়।
গত ৯ জুন নারদ মামলার শুনানি চলার সময় হলফনামা জমা দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন মমতা ব্যানার্জির আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। তারপর মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে আবেদন করেন। সেই মামলায় শুক্রবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
Comments are closed.