হাইকোর্টের রায়ে আটকে গেল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি আছে জানিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সাড়ে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দেন। ৯ জুলাই মামলার পরবর্তী শুনানি।
মঙ্গলবারই প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা নিয়েই আপত্তি জানিয়ে হাই কোর্টে মামলা হয়। অভিযোগ, তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে। মামলাকারীর অভিযোগ, ইন্টারভিউয়ের তালিকা সঠিক নিয়ম মেনে তৈরি হয়নি। সর্বনিম্ন কত নম্বর পেলে ইন্টারভিউতে ডাকা হবে, তার কোনও উল্লেখ নেই সাইটে। বেশি নম্বর পেয়েও অনেকে ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন না। এরপরেই নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে পুজোর আগে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর পর আরও ৭ হাজার শিক্ষক নেওয়া হবে। সেই মতো মঙ্গলবার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে পর্ষদ।
Comments are closed.