সিঙ্গেল বেঞ্চের রায়ে বার বার স্থগিতাদেশ কেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হাইকোর্টের বিচারপতি 

হাইকোর্টে নজিরিবিহীন ঘটনা। সিঙ্গেল বেঞ্চের রায়ে কেন বার বার স্থগিতাদেশ দেওয়া হচ্ছে, এই অভিযোগ নিয়ে দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন হলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সম্প্রতি স্কুল শিক্ষক নিয়োগের কয়েকটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশগুলিতে স্থগিতাদেশ দেয়। আর যা নিয়ে সরব হয়েছেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। 

এই সম্পূর্ণ ঘটনায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন জাস্টিস গাঙ্গুলি। বিগত দু’মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ এবং তাতে বিচারপতি হরিশ ট্যান্ডনের স্থগিতাদেশ সংক্রান্ত সমস্ত নথি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলির অভিযোগ, কাদের সুবিধা পাইয়ে দিতে সিঙ্গেল বেঞ্চের হাত বেঁধে দেওয়া হচ্ছে ? 

ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, সিঙ্গেল বেঞ্চের সঙ্গে ডিভিশন বেঞ্চের এধরণের মতানৈক্য হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ডিভিশন বেঞ্চের রায়ে প্রশ্ন তুলে বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, দেশ দেখুক, বিচার করুক পুরো ঘটনার। সেই সঙ্গে নিয়োগে দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হোক।  

Comments are closed.