গাড়ি নিয়ে বুথে ঘুরলেন, গাইলেন গান, বিরোধী প্রার্থীর সঙ্গে সারলেন সৌজন্যতা, খুশির মেজাজে বাবুল সুপ্রিয়ো

শুরু হয়েছে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়ো। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরছেন তিনি। নিজেই গাড়ি চালিয়ে বুথে বুথে ঘুরছেন তিনি। খুশির মেজাজে থাকা এই সেলিব্রিটি প্রার্থী গাইলেন মান্না দের গাওয়া একটি গান শোনা যায় বাবুলের গলায়।

সাংবাদিকদের সামনে বাবুল সুপ্রিয়ো জানান, সুব্রত মুখার্জিকে শ্রদ্ধা জানাতে এই কেন্দ্রে বড় ব্যবধানে জিতবে তৃণমূল। তিনি আরও জানান, বিজেপি ছেড়েছি, কারণ ওরা বাংলার মানুষকে গুরুত্ব দেয় না। কিন্তু আমি যখন যে দলে থাকি, সেই দল মন দিয়ে করর চেষ্টা করি। এদিন লেডি ব্রেবোর্ণ কলেজের বুথে সকালে মুখোমুখি হয় বাবুল সুপ্রিয় এবং কংগ্রেস প্রার্থী কামরুজ্জামানের। দুই প্রার্থী সৌজন্য বিনিময় করেন।

Comments are closed.