আসানসোলের মানুষের জন্য সবসময় আছি। তাঁরা সব কিছুর জন্য আমাকে পাবেন। এক জন সাংসদ হিসাবে আমার কাছে এটাই প্রত্যাশিত। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর ফের ফেসবুক পোস্ট করলেন বাবুল সুপ্রিয়। সেখানে তিনি স্পষ্ট করলেন রাজনীতি থেকে অবসর নিলেও সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না।
শনিবার ফেসবুকের মাধ্যমে রাজনীতি ও সাংসদ পদ থেকে ইস্তফার ঘোষণা করেন আসানসোলের সাংসদ। এরপরই নিজের বাড়িতে বাবুল সুপ্রিয়র সঙ্গে বৈঠকে বসেন জেপি নাড্ডা। ফোন করে তাঁর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাড্ডার সঙ্গে বৈঠকের পরেই বাবুল জানান, তিনি সাংসদ পদ ছাড়ছেন না। পাশাপাশি তিনি এও জানান, রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত থেকে পিছু হটছেন না। এরপর রাতে একটি ফেসবুক পোষ্ট করেন তিনি।
এই নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। একের পর এক টুইট করেন তিনি। একটি টুইট করে বলেছেন, আমি তো প্ৰথমেই তোমার নাটক ধরে ফেলেছি। গান ছেড়ে এখন নাটকই চালাবে। স্ক্রিপ্ট কিন্তু কাঁচা।
আরেকটি টুইটে তিনি লিখেছেন, তোমার হাল দেখে করুণা হচ্ছে। আমোদও পাচ্ছি। বিজেপির সার্কাসের কত জোকার যে এখনও দেখা বাকি।
Comments are closed.