এস এস কে এমের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। ৫ সদস্যের এই কমিটিতে রাখা হয়েছে এসএসকেএম হাসপাতালের সুপার ও পদস্থ আধিকারিকদের। পাশাপাশি কমিটিতে রয়েছেন স্থানীয় থানার ওসি ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক। কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ অধিকারিককেও রাখা হয়েছে কমিটিতে। ৩ দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। এই ৫ সদস্যের কমিটি অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করবেন। কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবে স্বাস্থ্য দফতর।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জরুরী বিভাগ বিল্ডিংয়ের পিছনে সিটি স্ক্যান বিল্ডিং থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিব-সহ অন্যান্য আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন মুখ্য সচিব। অন্যদিকে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
Comments are closed.