ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনার ওপর জোর দিয়েছে রাজ্য। বিজ্ঞাপন, বাড়ি বাড়ি পুর কর্মীদের সার্ভে, সেই সঙ্গে রাস্তায় নেমেও প্রচার অভিযান চালাচ্ছে প্রশাসন। বৃহস্পতিবারও ডেঙ্গু সচেতনতা নিয়ে একটি মিছিল করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এই আবহে হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখতে ১৪ দফার গাইডলাইন প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দফতর।
নবান্ন সূত্রে খবর, ঝাড়গ্রাম সফর সেরে কলকাতায় ফিরেই ডেঙ্গু এবং ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর পরই হাসপাতাল এবং জেলা স্বাস্থ্যকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। বৈঠক শেষে ১৪ দফার গাইড লাইন প্রকাশ করা হয়। যেখানে, হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ২৪ ঘন্টা ফিভার ক্লিনিকগুলোকে খোলা রাখতে হবে। পাশাপাশি ২৪ ঘন্টা ল্যাব সার্ভিসও চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে দিনের দিনই টেস্ট করিয়ে রিপোর্ট পান রোগীরা। এর ফলে দ্রুত চিকিৎসাও পাবে রোগীরা। সেই সঙ্গে হাসপাতালের চিকিৎসকদেরও প্রটোকল মেনে ডেঙ্গু-ম্যালেরিয়া চিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে আরও খবর, সোমবার স্বাস্থ্য দফতর নিয়ে একটি জরুরী বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.