বৃষ্টির কোনও সম্ভবনা নেই। উল্টে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী ২ দিনে রাজ্যের গড় তাপমাত্রা আরও ২ ডিগ্রি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সাতটি জেলায় লু বইতে পারে বলেও হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে।
মূলত পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। জেলাগুলো হল, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহ হওয়ার সম্ভবনা রয়েছে। এদিকে শুধু দার্জিলিং, কালিম্পঙ, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদনীপুরের কয়েকটি অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে না ঢুকলে সারা রাজ্যে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। যার জেরে গরমের মাত্রা বাড়তে থাকবে। এদিকে আবহাওয়া পরিবর্তনের কারণে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটিও আরও ১০ দিন বাড়ানো হয়েছে। ৫ জুন স্কুল খোলার কথা ছিল। তার জায়গায় ১৫ জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। বুধবারই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। সব মিলিয়ে ফের একবার তীব্র দাবদহে পুড়তে চলেছে রাজ্যবাসী।
Comments are closed.