নভেম্বরের শেষ দিন। কিন্তু আবহাওয়া দেখে তা বোঝার উপায় নেই। শীত পোশাক তো দূরহস্ত, বেলা বাড়ার সাথে সাথে রীতিমতো গরম লাগতে শুরু করেছে। মাসের শুরুতে শীতের আমেজ থাকলেও, ডিসেম্বরের দোরগোড়ায় দক্ষিণবঙ্গে কার্যত তা উধাও। গত তিন দিনে কলকাতার তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে।
আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, ২৭ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি, ২৮ তারিখ ১৭ ডিগ্রি, ২৯ তারিখ ১৯.৩ ডিগ্রি এবং আজ অর্থাৎ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২১.৮ ডিগ্রি। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, জোড়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এই ভোলবদল। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে গাঙ্গেয় উপকূলে কনকনে উত্তরে হাওয়া ঢুকতে পারছে না।
আগামী ৪৮ ঘন্টা পরিস্থিতি এমন থাকবেই বলে জানানো হয়েছে। তবে শুক্র-শনিবার থেকে তাপমাত্রার পারদ পতন হবে হাওয়া অফিস জানিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে, আবহাওয়াবিদরা এমনটাই মনে করছে ।
Comments are closed.