শেষ পাওয়া খবর অনুযায়ী সাগরদ্বীপ থেকে ৩০০ কিমি দূরে অবস্থান করছে সিত্রাং। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার রাত ৯ টা নাগাদ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার জেরে সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
যে সাত জেলা নিয়ে হওয়া অফিস সতর্ক করেছে তার মধ্যে রয়েছে, হাওড়া, হুগলি, কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা। তারমধ্যে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে।
সোমবার সকাল থেকেই কলকাতা ও আশেপাশের জেলাগুলোর আকাশ কার্যত আঁধারে ঢেকে গিয়েছে। ভোরের দিকে দু’এক পশলা বৃষ্টিও হয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ তুমুল বাড়বে। মূলত মঙ্গলবার পর্যন্ত এই সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দুই ২৪ পরগনায় ৭-১০ সেমি বৃষ্টি হতে পারে। যার ফলে কমলা সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে বাকি পাঁচ জেলায় ৭-১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি হয়েছে।
Comments are closed.