দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, এক ধাক্কায় তাপমাত্রা কমতে পারে ২-৩ডিগ্রি; আর যা জানাল হাওয়া অফিস

বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির কার্যত দেখা নেই। মেঘলা আকাশ, মাঝে মাঝে দু’এক পশলা বৃষ্টি হচ্ছে সব জেলায়। তবে পর্যাপ্ত বৃষ্টির অভাবে আদ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। মোটের ওপর বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না কিছুতেই। এই অবস্থায় কিছুটা আশার খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতি ও শুক্রবার আবহাওয়ার বিশেষ রদবদল হবে না। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি হবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম,  পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির কারণে শনিবার থেকে এক ধাক্কায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। আদ্রতাজনিত অস্বস্তি থেকেও কিছুটা রেহাই মিলবে বলে আশা করা হচ্ছে। 

Comments are closed.