পুজোর পরেই ভারী যান চলাচল বন্ধ হতে চলেছে সাঁতরাগাছি সেতুতে, নতুন সেতু তৈরির পরিকল্পনা রাজ্যের

পুজোর পরেই ভারী যান চলাচল বন্ধ করা হবে সাঁতরাগাছি সেতুতে। শুধুমাত্র ২ চাকা আর ৪ চাকার গাড়ি চলাচল করতে পারবে এই সেতু দিয়ে। স্বাস্থ্য পরীক্ষা এবং সংস্কারের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, ভারী পণ্যবাহী গাড়িগুলি আন্দুল রোড, মাকড়দহ রোড ও নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে চালানো হবে পুজোর পর থেকে। সূত্রের খবর, সাঁতরাগাছি সেতুর অবস্থা খুবই খারাপ।তাই এখন স্বাস্থ্য পরীক্ষা হলেও ভবিষ্যতে সেতুটি পুরোপুরি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এই সেতু ভাঙা হলেও অন্য একটি সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই সেতু তৈরি করতে সময় লাগবে কমপক্ষে ২ থেকে ৩ বছর। তাই এই সেতু দিয়ে যাতায়াতকারী গাড়িগুলি যেন আপাতত যেতে পারে, তাই স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হচ্ছে পুজোর পর থেকে।

নতুন সেতুটি তৈরি হবে কোনা এক্সপ্রেসওয়ের উপর বলেই সূত্রের খবর। সেই সেতুটি নবান্ন থেকে অঙ্কুরহাটি পর্যন্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার বলেই সূত্রের খবর। দুর্গাপুজোর পরই সেই সেতু নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। তবে নতুন সেতু সম্পূর্ণ তৈরি হলেই সাঁতরাগাছি সেতুটি ভেঙে ফেলা হবে। দুর্বল এই সেতু ভেঙে নতুন সেতু করার জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে রেলকে জানানো হয়েছে।

Comments are closed.