উৎসবের মরশুমে দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। ছুটির দিন মানেই বাড়ির কাছে অন্যতম ভ্রমণের জায়গা দিঘা। তবে দিঘায় গিয়ে অনেক পর্যটকই নানান রকম সমস্যার মুখে পড়েন। কখনও হোটেলে বেশি ভাড়া চাওয়া হয়। আবার কখনও টোটো চালক, গাড়ির চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। পর্যটোকেদের হয়রানি কমাতে এবার বিশেষ উদ্যোগ নিল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ-এর তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল ৭৫০১২৯৫০০১। দিঘায় গিয়ে কোনও পর্যটক সমস্যার মুখে পড়লে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করতে পারবেন। পর্ষদের তরফে জানানো হয়েছে, অভিযোগ পেলেই তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ইতিমধ্যেই এই নম্বর দিয়ে প্রচার শুরু হয়েছে। দিঘার বিভিন্ন জনবহুল স্থানে নম্বর দিয়ে পোস্টের সাঁটানো হয়েছে। গত বুধবার থেকেই এই পরিষেবা শুরু হয়েছে।
Comments are closed.