কেন বার বার মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট? কেন্দ্রের কাছে হলফনামা চাইল হাইকোর্ট 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান বিভ্রাট নিয়ে এবার কেন্দ্রের জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ১ মাসের মধ্যে কেন্দ্রের কাছে হলনামা চেয়েছে। 

বারাণসী থেকে ফেরবার পথে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে বিভ্রাট হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য শুরু হয় প্রশাসনিক মহলে। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, মাত্র ১০ সেকেন্ডের মধ্যে  তিনি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন । আর এই ঘটনায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। ওই আইনজীবী আদালতে জানান, এর আগেও ২০১৬ সালে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হয়েছিল। কেন বার বার তাঁর বিমানে বিভ্রাট দেখা যাচ্ছে, তা নিয়ে নিরেপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আদালতে মামলা করেন আইনজীবী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই আইনজীবীকে তাঁর বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলেন। ওই বিচারপতির হলনামার জবাবে কেন্দ্রের হলফনামা তলব করেছেন প্রধান বিচারপতি। এই মামলার পরিবর্তী শুনানি রয়েছে ২৪ এপ্রিল। 

উল্লেখ্য উত্তরপ্রদেশে ভোটের আগে সমাজবাদী পার্টির সমর্থনে প্রচারে বারাণসী গিয়েছিলেন মমতা ব্যানার্জি। বারাণসী থেকে ফেরার পথে দমদম বিমানবন্দরে বিমান অবতরণের সময় প্রচন্ড ঝুঁকিনি হয়। মুহূর্তে কয়েকশো ফুট নেমে আসে মুখ্যমন্ত্রীর বিমানটি। যার জেরে তৃণমূল নেত্রী কোমরে গুরতর চোট পেয়েছেন বলে অভিযোগ। যদিও এই প্রথম নয়, এর আগেও ২০১৬ সালে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হয়েছিল।   

Comments are closed.