এসএসসি নিয়োগ মামলায় ফের একবার স্বস্তিতে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি।সিবিআই দফতরে হাজিরার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ ৪ সপ্তাহ বাড়াল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যার জেরে এই মুহূর্তে স্বস্তিতে তৎকালীন শিক্ষামন্ত্রী।
এসসির শিক্ষা কর্মী ও শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় পার্থ চাটার্জিকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। মঙ্গলবার তিনি বলেন, এদিনই বিকেল ৫.৩০ এর মধ্যে পার্থ চাটার্জিকে নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দিতে হবে। সেই সঙ্গে বিচারপতি আরও মন্তব্য করেন, সিবিআই চাইলে তাঁকে হেফাজতে নিতে পারবে। একই সঙ্গে জাস্টিস গাঙ্গুলির সংযোজন, পার্থ চ্যাটার্জি যেন উডবার্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি না হন।
সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবারই শিল্পমন্ত্রীর আইনজীবীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ হাতে না পাওয়ায় বুধবার সকাল পর্যন্ত সিবিআই দফতরে হাজিরার নির্দেশে স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি অনান্দকুমার মুখার্জির ডিভিশন বেঞ্চ।
বুধবার শুনানি শেষে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, নিয়োগ দুর্নীতি মামলায় আরও ৪ সপ্তাহ সিবিআই কোনও পদক্ষেপ করতে পারবে না। ১৩ মে এই মামলার পরবর্তী শুনানি।
Comments are closed.