দুর্গাপুজোয় সরকারি অনুদানে বাধা নেই। জানিয়ে দিল হাইকোর্ট। আদালতের এই রায়ে খুশি পুজো কমিটিগুলি। মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ,অনুদান দেওয়ার জন্য মানতে হবে ৬ টি শর্ত। পুজোয় কোন খাতে কত খরচ হচ্ছে, সেই হিসেব জমা দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে।
এই বছর ক্লাবগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ায় কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগের বছরগুলিতে যে পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। এই বছর ১০ হাজার টাকা বাড়িয়ে ৬০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদকে ৬০ শতাংশ ছাড় দেওয়ার কথাও তিনি বলেন। এরপরেই জনস্বার্থ মামলা দায়েরও হয় হাইকোর্টে। মামলায় দাবি করা হয়, যেখানে রাজ্য সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা অথবা ডিএ বাকি রয়েছে, সেখানে পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হচ্ছে কীভাবে। যদিও রাজ্যের দাবি ছিল, রাজ্য সরকারের কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বাকি নেই। মহার্ঘ ভাতা এবং পুজোর অনুদান এক বিষয় নয় বলে জানানো হয়।
Comments are closed.