যাদবপুর কাণ্ড নিয়ে আরও তৎপর রাজ্য; ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল উচ্চশিক্ষা দফতর 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনাকে যে অত্যন্ত কড়া ভাবে দেখছে রাজ্য সরকার, তা আরও একবার স্পষ্ট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বলছিলেন, পুরো ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য। যাদবপুরের ঘটনায় এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল রাজ্য।

নবান্ন সূত্রে খবর, ছাত্র মৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। তদন্ত করে দু’সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের এফ-২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্রের। ছাত্র মৃত্যুর নেপথ্যে র্যাগিং-এর অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওইদিন হোস্টেলে কী ঘটেছিল, কী কারণে এরকম ঘটনা হল এসবই ওই তদন্ত কমিটি খুঁজে দেখবে।

জানা গিয়েছে, কমিটির নেতৃত্বে দেবেন উচ্চ শিক্ষা দফতরের সহ-সভাপতি। এছাড়াও কমিটিতে থাকবেন, শিক্ষা দফতরের বিশ্ববিদ্যালয় শাখার স্পেশাল কমিশনার, রাজ্য সরকারের ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন ও উচ্চশিক্ষা দফতরের সেক্রেটারি সদস্য।

Comments are closed.